হিমাচলে পথ দুর্ঘটনায় নিহত অভিনেত্রী বৈভবী!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


হিমাচলে পথ দুর্ঘটনায় নিহত অভিনেত্রী বৈভবী!
অভিনেত্রী বৈভবী উপাধ‍্যায়

পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন ' সারাভাই ভার্সেস সারাভাই' ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ‍্যায়। 


মঙ্গলবার (২৩ মে) সকালে ভারতের হিমাচল প্রদেশে ঘটেছে ঘটনাটি। অভিনেত্রীর মৃতদেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত‍্য সম্পন্ন হবে বলে খবর। জনপ্রিয় ' সারাভাই ভার্সেস সারাভাই' ধারাবাহিকে জাসমিনের চরিত্রে অভিনয় করেছেন বৈভবী। 


তাঁর অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ' সিম্পলি স্বপ্নে' 'ক‍্যায়া কসুর হ‍্যায় আমলাকা'র মতো ধারাবাহিকে ও অভিনয় করেছেন বৈভবী। গুজরাটি নাট‍্য জগতেও সুনাম ছিল বৈভবীর।  বৈভবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ' সারাভাই ভার্সেস সারাভাই টেক ২' ধারাবাহিকের অভিনেতা- প্রযোজক জেডি মাজেথিয়া। মাত্র ৩২ বছর বয়সে বৈভবীর অকাল মৃত্যুকে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। 


জানা যায়, হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকার রাস্তায় বাঁক নেওয়ার সময় বৈভবীদের গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী। গাড়িতে তাঁর বাগদত্ত ও ছিলেন। তাঁর চোট তেমন গুরুতর নয়। 


মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর মৃতদেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। বুধবার শেষকৃত‍্য সম্পন্ন হবে। অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকাহত তাঁর অনুরাগী ও সহকর্মীরা।


আরএক্স/