হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নীতেশ পান্ডে


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নীতেশ পান্ডে
অভিনেতা নীতেশ পান্ডে

হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে চলে যান অভিনেতা নীতেশ পান্ডে। বয়স হয়েছিল ৫১ বছর। টেলিভিশন জগতের কালো দিন। আদিত‍্য সিং রাজপুত ও বৈভবী উপাধ‍্যায়ের পর, প্রয়াত ' অনুপমা' খ‍্যাত অভিনেতা নীতেশ পান্ডে। 


হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। রুপালি গঙ্গোপাধ্যায়ের হিট টিভি শো ' অনুপমা'য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন‍্য পরিচিত ছিলেন নীতেশ পান্ডে। নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা। 


সেই সময়ই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শ‍্যালক। 


অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতা পান্ডে। এনিয়ে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/