প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ যে কোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানিয়েছেন।


সম্প্রতি রাজশাহীতে বিএনপির এক স্থানীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিন্দা জানায় বলে জানা গেছে।


মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেন, মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।


ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যেকোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।


জেবি/ আরএইচ