সায়েন্সল্যাবে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মী আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


সায়েন্সল্যাবে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মী আটক
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশের উপর হামলা, বিআরটিসির একটি বাস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 


মঙ্গলবার (২৩ মে) বিকেলে সাড়ে ৪ টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।


ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. আশরাফ হোসেন জানান, বিএনপির পূর্ব নির্ধারিত একটি পদযাত্রা ছিল। ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পথযাত্রাটি আসার কথা ছিল সিটি কলেজ পর্যন্ত। খুব শান্তিপূর্ণভাবে তারা শুরু করেছিল। প্রায় ১০ থেকে ১৫ হাজার লোক ছিলেন পদযাত্রায়। সামনের সারিতে যেসব নেতা-কর্মীরা ছিলেন তারা খুব ভালো আচরণ করেছেন। সায়েন্সল্যাব পর্যন্ত এসে তাদের যা করার কথা ছিল তাই করেছেন। 


ডিসি আশরাফ বলেন, সব সিনিয়র লিডাররা চলে যায়। পদযাত্রার শেষের সারির থেকে কিছু ছেলে হঠাৎ করে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। এরই মধ্যে তারা বিআরটিসি একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটির গ্লাস ভাঙচুর করে।


জেবি/ আরএইচ