২৩১ সদস্য নিয়ে অনুমতি পেল এমআরটি পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
স্বপ্নের মেট্রোরেল চালু হলেও নিরাপত্তাহীনতায় ভোগছিল ছিল কর্তৃপক্ষ। এর মধ্যে মধ্যে দুষ্কৃতকারীদের ছোড়া ঢিলে মেট্রোরেলের একটি জানালার কাচ ভাঙার ঘটনা আরও উদ্বেগ বাড়ায়। এ পরিস্থিতিতে এরই মধ্যে মেট্রো পুলিশ ইউনিট (এমআরটি) গঠন চূড়ান্ত করেছে সরকার।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫ মাস পর মেট্রোরেলের নিরাপত্তায় অনুমতি পায় ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’।
পুলিশের এ ইউনিটটি গঠনে একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্প্রতি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।
জেবি/এসবি