সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা উপস্থিত ছিলেন।


সেতুমন্ত্রী বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বের ভারত যাবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।


তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।


কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।


এ সময় আগামী দ্বাদশ নির্বাচনে কেউ প্রতিহত করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।


জেবি/এসবি