বাউফলে পলাতক আসামি গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উজ্জলকে গ্রেফতার করা হয়
বিজ্ঞাপন
পটুয়াখালী বাউফলের বগা ফেরিঘাট এলাকা থেকে উজ্জল খান (৩১) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।
বিজ্ঞাপন
গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (২৩মে) বিকালে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করা হয়। পরে দুমকি থানায় হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, পটুয়াখালী জেলার বাউফল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উজ্জলকে গ্রেফতার করা হয়।
জেবি/ আরএইচ/








