ভূমিসেবা সপ্তাহে ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১০ পিএম, ২৪শে মে ২০২৩

‘স্মার্ট ভূমিসেবার আলোকে ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত মতবিনিময় সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ভূমি অত্যন্ত মূল্যবান জিনিস কিন্তু এর ব্যবস্থাপনা যতটা না জটিল, আমাদের অজ্ঞতাই একে অধিকতর জটিল করে তোলে। ভূমি ব্যবস্থাপনার সাথে ভূমি মালিকদের সরাসরি সংযোগ স্থাপনই স্মার্ট ভূমিসেবার মূল লক্ষ্য।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
