জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ
🕐 প্রকাশ: ০৮:৩৩ পিএম, ২৪শে মে ২০২৩

ছবি: সংগৃহীত
কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে। দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলক যুক্ত হতে যাচ্ছে।
বুধবার (২৪ মে) দুপুরে খুরুশকুলে বেসরকারি খাতে নির্মিত বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা জানান।
তিনি আরও জানান, দেশের বিদ্যুতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে আরও নতুন করে বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রহণে সুযোগ দিচ্ছে। কক্সবাজারের খুরুশকুলের এই প্রকল্প বছরের শেষের দিকে সম্পূর্ণ চালু করা সম্ভব হবে। এর আগেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।
ইউএস ডিকে গ্রিন এনার্জি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম খান জানান, ''বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি টারবাইন স্থাপন করা হচ্ছে। প্রতিটি টারবাইন তিন মেগাওয়াট বিদ্যু উৎপাদন করবে। এরই মধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে।''
তিনি আরও বলেন, ''প্রকল্পটিতে ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। যার জন্য আরও ২০টি টারবাইনের প্রয়োজন হবে।''
জেবি/এসবি
যেসব পণ্যের দাম কমবে
🕐 প্রকাশ: ০৪:০২ পিএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন।
দেশীয় শিল্প সুরক্ষার জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর এবং ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেট উপস্থাপন শুরু
এ কারণে কমবে যেসব পণ্যের দাম:
মাংস ও মাংসজাত, ফ্রিজ-রেফ্রিজারেটর, বিলাসবহুল পণ্য, দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট, মিষ্টি জাতীয় পণ্য, সফটওয়্যার, অভিজাত বিদেশি পোশাক এবং ই-কমার্সের ডেলিভারি চার্জ পণ্য।
জেবি/এসবি
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন
🕐 প্রকাশ: ০৩:৪০ পিএম,১লা জুন ২০২৩

ছবি: সংগৃহীত
সংসদে উপস্থাপিত হতে যাওয়া ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা সূত্রে এসব তথ্য জানা যায়। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: বাজেট পাস হবে ২৬ জুন
এদিন বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি বাংলাদেশের ৫২তম বাজেট। আগামী ২৬ জুন এ বাজেট সংসদে পাস হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী
এ বাজেট অনুমোদনের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেবি/এসবি
বাজেট উপস্থাপন শুরু
🕐 প্রকাশ: ০৩:৩২ পিএম,১লা জুন ২০২৩

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
আরও পড়ুন: বাজেট পাস হবে ২৬ জুন
এবার নির্বাচনী বছরের বাজেটে ভোটের কথা মাথায় রেখে ব্যক্তিখাতে বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন, কৃষিখাতে সন্তোষজনক প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়নে সমন্বিত কার্যক্রম এবং সরকারি বিনিয়োগের ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির আকার ও এর বাস্তবায়ন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে এবারের বাজেটে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন: বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী
বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ৫১টি বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ১৪টি বাজেট ঘোষণা করেছে। এবার টানা ১৫তম বাজেট ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
এর আগে কোনো সরকার টানা ১৫টি বাজেট ঘোষণা করতে পারেনি এবং ৭ লাখ কোটি টাকার মতো এত বড় বাজেট কখনও আসেনি। তাই এবারের বাজেটকে ‘ঐতিহাসিক বাজেট’ হিসেবে উল্লেখ করছেন অর্থনীতিবিদরা।
জেবি/এসবি
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গণিত বিভাগের ড. আনিছুর
🕐 প্রকাশ: ০৩:২৭ পিএম,১লা জুন ২০২৩

ড. আনিছুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৫৯ তম সিন্ডিকেট সভার ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন গণিত বিভাগের ড. আনিছুর রহমান।
বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭.৭৪ শতাংশ
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভায় ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী গণিত বিভাগের ড. আনিছুর রহমানকে সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি করে অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও সভায় তিনি ছাড়া আইন বিভাগের ড. মাকসুদা আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. খালিদ হোসেন জুয়েল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. মো. তানভীর সরোয়ারকে অধ্যাপক পদে পদোন্নতি করা হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. আনিছুর রহমান অভিমত প্রকাশ করে বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রসাশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পদোন্নতি আমার শিক্ষা ও গবেষণার কর্মকে আরও বেগবান করে তুলবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন
প্রসঙ্গত, এর আগে ড. আনিছুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জেবি/ আরএইচ/
প্রবাসী ও রফতানি আয়ে ডালারের দাম আরও বাড়লো
🕐 প্রকাশ: ১২:৫৭ পিএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি
প্রবাসী আয়ে ডলারের দাম দাম আরও ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আর রফতানি আয়ের ডলারের দাম বেড়েছে এক টাকা।
বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে। রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে মিলবে ১০৮ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা
এর আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যেত ১০৮ টাকা। রফতানি আয়ের ক্ষেত্রে আজ থেকে প্রতি ডলারে মিলবে ১০৭ টাকা। আগে রফতানি আয়ে প্রতি ডলারে পাওয়া যেত ১০৬ টাকা।
বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নেয়।
জেবি/এসবি