কেন্দ্রে অনিয়ম দেখে অ্যাকশন নিতে ইসি রাশেদার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় একটি কেন্দ্রে অনিয়ম দেখা গেলে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোট পর্যবেক্ষণ শুরু হলে সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে এ অনিয়ম ধরা পড়ে বলে জানা গেছে।
ফুটেজে অনিয়ম দেখা মাত্রই ইসি রাশেদা টেলিফোনে ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেফতার করুন’।
এ বিষয়ে ইসি রাশেদা বলেছেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে রয়েছেন। তিনি কারও কথাই শুনছেন না। বেরও হচ্ছেন না। এছাড়া ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ চারজন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। এসময় ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় এমন অনিয়ম দেখেন ইসি রাশেদা।
জেবি/ আরএইচ/