পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ১০ই আগস্ট ২০২৫

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।
এসব কর্মকর্তার মধ্যে ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।
রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।
এতে আরও বলা হয়, পদক প্রত্যাহার করা কর্মকর্তাদের অনুকূলে পদক সংক্রান্ত সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করা হলো এবং ইতিপূর্বে পদক সংক্রান্ত প্রাপ্ত অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
এসএ/