আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১১ পিএম, ১০ই আগস্ট ২০২৫

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বজয়ী হাফেজ বশির।
প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হাফেজ বশির ও তাঁর উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী। তিনি শায়খ নেছার আহমদ পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। যাত্রাবাড়ির দনিয়া কলেজের পশ্চিমে, কাজলা ফুটওভার ব্রিজ সংলগ্ন এ মাদরাসাটি কুরআন শিক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচিত হন হাফেজ বশির। শাইখ নেছার সাহেবের পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার এই কৃতি ছাত্র হাফেজ বশির এর আগে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত বছরই আলজেরিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয়, পি এইচপি কুরআনের আলো এনটিভিতে প্রথম, ও হুফফাজুল কুরআনেও প্রথম হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে এই একই প্রতিযোগিতায় শায়খ নেছার আহমাদ আন নাছিরীর আরেক ছাত্র, ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আনাছ বিন আতিক প্রথম স্থান অর্জন করেছিলেন। এবারের প্রতিযোগিতায়ও বাংলাদেশের কৃতী হাফেজ বশিরের জয় প্রত্যাশা করছেন দেশবাসী।
এসডি/