উপদেষ্টার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২১ পিএম, ১০ই আগস্ট ২০২৫


উপদেষ্টার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আশ্বাসে ৮ দফা দাবিতে আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে ঘোষিত ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।


রোববার (১০ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে মালিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেয় সরকার।


সড়ক পরিবহন উপদেষ্টা জানান, মালিক সমিতির ৮ দফা দাবির মধ্যে যেসব সমস্যা সমাধানযোগ্য, সেগুলো মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। এসব বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


বৈঠকে পুরনো যানবাহন সরিয়ে নিতে মালিকদের ছয় মাস সময় দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংয়ের জন্য কোনো জায়গা নেই বলেও জানানো হয়। শ্রমিক ও মালিক উভয়ের ক্ষতি এড়াতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।


উপদেষ্টা বলেন, আগামী দুই মাসের মধ্যে সড়ক আইনের খসড়া সংশোধন করা হবে।

এসএ/