এখন পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ চলছে: ইসি আলমগীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদেরকে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ পরিস্থিতি এখন পর্যন্ত সার্বিকভাবে ভালো। শৃঙ্খলার সঙ্গে ভোট চলছে।
বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। দু-একটি কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে, সেগুলোর বিষয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।’
ইসি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সে অনুযায়ী সকাল থেকে ভোটগ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়মের চিত্র চোখে পড়েনি।
মেয়র প্রার্থী জায়েদা খাতুনের এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব।’
জেবি/ আরএইচ