ভোটের পরিবেশ নিয়ে খুশি স্বতন্ত্র প্রার্থী রনি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ পিএম, ২৫শে মে ২০২৩


ভোটের পরিবেশ নিয়ে খুশি স্বতন্ত্র প্রার্থী রনি
ভোট দেওয়া শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহিনুর ইসলাম রনি। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার ছেলে সরকার শাহিনুর ইসলাম রনি জানিয়েছেন, ভোট শুরুর পর অনেক কেন্দ্রে নিজের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করলেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।


বৃহস্পতিবার (২৫ মে) টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।


স্বতন্ত্র প্রার্থী রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে।


হয়রানির মুখে পড়ার অভিযোগ করে রনি বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত পাঁচ দিন ধরে গ্রেফতার আতঙ্ক তো আছেই।


কাশিমপুর কেন্দ্রে অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে তিনি বলেন, টঙ্গীর একটা কেন্দ্রে একজন নারী ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি।


জেবি/ আরএইচ/