গাজীপুর সিটি নির্বাচন

ভোটের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা, আজমত উল্লার সমর্থক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


ভোটের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা, আজমত উল্লার সমর্থক গ্রেফতার
ভোটের গোপন কক্ষে প্রবেশের চেষ্টাকালে আজমত উল্লার সমর্থক গ্রেফতার। ছবি: সংগৃহীত

গাজীপুরে সিটি করপোরেশনের নির্বাচনের ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নৌকা প্রার্থী আজমত উল্লার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৫ মে) সিসি ক্যামেরায় পর্যবেক্ষণকালে মনিটরিং রুম থেকে নির্দেশ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আবু তাহের সিদ্দিকী (৩০)। তিনি নৌকার সমর্থক। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের সাজা দেওয়া হয়েছে। 


এছাড়া খবর পাওয়া গেছে, গাজীপুর মহানগরীর ১০১ নম্বর কেন্দ্রে থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।


এদিকে ঢাকা থেকে সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করা হচ্ছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে ভোটগ্রহণের শুরুর সময় সকাল ৮টা থেকে ভোট মনিটরিং করা হচ্ছে। 


জেবি/ আরএইচ/