গাজীপুর সিটি নির্বাচনে কঠোর অবস্থানে বিজিবি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


গাজীপুর সিটি নির্বাচনে কঠোর অবস্থানে বিজিবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টহল দিচ্ছেন বিজিবির দল। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলঠছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো টহল দিচ্ছেন পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা।


বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।


এর আগে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।


সূত্র জানায়, গাজীপুর সিটি নির্বাচনে বিজিবির পাশাপাশি প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা।


এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের মূল উদ্দেশ্যে।


জেবি/ আরএইচ/