কনস্টেবল রনির আত্মহত্যা প্রেমঘটিত কারণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) প্রেমঘটিত কারণে বিষণ্ণতায় আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ সাংবাদিকদেরকে জানান, কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা মোবাইলে বেশিরভাগ সময় কথা বলত। গতকাল বুধবার রাতের বেশিরভাগ সময় তারা মোবাইলে কথা বলেন। সকালে ডিউটিতে আসার আগেও কথা হয় তাদের দুজনের মধ্যে।
ডিসি শহিদুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
কনস্টেবলদের কাছে পিস্তল থাকার বিষয়ে তিনি বলেন, কনস্টেবলদের পিস্তল সরবরাহ করে না পুলিশ। তবে ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাজধানীর চেকপোস্টে নিয়জিত কনস্টেবলরা পিস্তল ব্যবহারের সুযোগ পেয়েছেন। আর সেই পিস্তলেই আত্মহত্যা করেছেন কনস্টেবল রনি।
জেবি/ আরএইচ/