গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় নগরবাসী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় নগরবাসী
ছবি: সংগৃহীত

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।


বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে একযোগে সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪ টা পর্যন্ত।


ভোট শেষ হওয়ার পর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সমর্থকরা ভিড় করছেন কেন্দ্রের বাইরে। সবাই অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষা করছেন।


আরও পড়ুন: বেশিরভাগ ভোটকেন্দ্রে ছিলোনা জায়েদা খাতুনের এজেন্ট


গাজীপুরের মেধা বিকাশ আইডিয়াল স্কুল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন জানান, সকাল থেকে আমার কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের ঝামেলা হয়নি।


আরও পড়ুন: এখন পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ চলছে: ইসি আলমগীর


গাজীপুর সিটির ৪৮০টি ভোটকেন্দ্রে ইভিএমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তম এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৩৩ জন প্রার্থী।


৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন।


জেবি/ আরএইচ/