Logo

বেশিরভাগ ভোটকেন্দ্রে ছিলোনা জায়েদা খাতুনের এজেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ০১:২৮
24Shares
বেশিরভাগ ভোটকেন্দ্রে ছিলোনা জায়েদা খাতুনের এজেন্ট
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে ভোটগ্রহণ কার্যক্রম

বিজ্ঞাপন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই শেষ হবে ভোটগ্রহণ কার্যক্রম। 

অধিকাংশ ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কোনও সমর্থক ও এজেন্টদের দেখা যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর থেকে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রগুলোতে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, সকাল থেকেই জায়দা খাতুনের কোনও সমর্থক ও এজেন্টদের ভোটকেন্দ্রে দেখা যায়নি। 

বিজ্ঞাপন

গাজীপুর সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন। তাদের মধ্যে মেয়র পদে আটজন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৫ মে নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD