ভোটের ফয়সালা হয় আসমান থেকে: আজমত উল্লা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
জনগণের ভালোবাসা থেকে আমি বলতে পারি, জয়-পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমি বিশ্বাস করি, ফয়সালা আসমান থেকে হয় বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল পৌনে ৯টার দিকে ৫৭নং ওয়ার্ডে টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
আজমত উল্লা খান বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মানুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে। সুতরাং একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের যে কোনো ফলাফল অবশ্যই মেনে নেব।
বেশ কয়েকটি জায়গায় আপনার এজেন্ট ছাড়া বাকিদের এজেন্ট দেখা যায়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক জায়গা থেকে এজেন্ট বের করে দেওয়ার যে অভিযোগ, আপনাকে স্পেসিফিকভাবে বলতে হবে কোন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। অন্য প্রার্থীর এজেন্টের দায়িত্ব আমি নেব না।
এই নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।
জেবি/ আরএইচ/