কুয়াকাটায় ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
কুয়াকাটায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন’ প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথনের আয়োজনকে ঘিরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপনার কমতি নেই। সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথমবারের মত ম্যারাথন প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ মুখিয়ে রয়েছেন।
শুক্রবার (২৬ মে) বিকেল ৪টায় ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগ স্থাপনকারী সিক্সলেন সড়কে। উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এএনএম বশির ঊল্লাহ।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন একটি সংবাদ সম্মেলন করেছেন।
আরও পড়ুন: ঢাবির আন্তঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান জানিয়েছেন, ফেডারেশনের সদস্যভুক্ত ৫৩ নারীসহ ২শ জন প্রতিযোগি অংশ নিবেন। এছাড়া কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১শ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
শুক্রবার এবং শনিবার (২৬ ও ২৭ মে) দুদিন ব্যাপী ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে উপহার দিতে ২৭ মে সকালে বীচ ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ভাঙ্গায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা-২০২৩ এর সদস্য সচিব আশরাফুল আলম মাসুম, বিসিপিসিএলর ফ্যাসিলিটিজ অফিসার মো. শহীদ উল্যাহ ভূইয়া, টেকনিক্যাল কমিটির চীফ আসিফ ইকবাল, সদস্য নওসিক হোসেন প্রমুখ।
জেবি/ আরএইচ/