Logo

যুক্তরাষ্ট্র তো আমাদের শাস্তি দিতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ০৩:২২
19Shares
যুক্তরাষ্ট্র তো আমাদের শাস্তি দিতে পারবে না: পরিকল্পনামন্ত্রী
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৫ মে) শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির সভাকক্ষে এক মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মুখোমুখি বিবাদ নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মুখোমুখি বিবাদ নেই। তাদের কাজ তারা করবে, আমরা আমাদের মতো কাজ করে যাবো। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই দেশের প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো। আমেরিকা তো আমাদের শাস্তি দিতে পারবে না।

বৃহস্পতিবার (২৫ মে) শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির সভাকক্ষে এক মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসা দেবে কিনা এটি তাদের বিষয়। তারা যদি আমাদের ভিসা না দেয়, তা হলে আমাদের কী করার আছে? এটা কোনো ভয় বা সংশয়ের বিষয় নয়। প্রত্যেকটা রাষ্ট্রই সার্বভৌম ও তার অবস্থান থেকে স্বাধীন। তাদের নিজ নিজ সংবিধান আছে। বাংলাদেশও স্বাধীন একটা দেশ। আমরা আমাদের স্বার্থের কথা বিবেচনায় রেখে কাজ করবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, দেশ আইন ও সংবিধানের নিয়মে চলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এটা গণতন্ত্রের কাজ নয়। সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমানে শেখ হাসিনার সরকার সুনামগঞ্জে হাওড়পাড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলমান থাকবে। আসন্ন নির্বাচনেও উন্নয়নকাজ থেমে থাকবে না। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিত্য-প্রয়োজনীয় পণ্য হিসেবে পিয়াজ খুবই প্রয়োজন। এর দাম বাড়ছে। এটা দুঃখজনক। আর পিয়াজের দাম বাড়তে দেওয়া যাবে না। পিয়াজের সিন্ডিকেট থাকলে তা খতিয়ে দেখবো। সাধারণ ভোক্তাদেরও সঞ্চয়ী হতে হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD