হাদিকে গুলির ঘটনায় ফয়সালকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করলো র্যাব

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার পরিবারের সংশ্লিষ্টতা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গোপন তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা ও পাশের ফাঁকা জায়গা থেকে দুটি ভরা ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফয়সালের বাবা-মাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোনের বাসা থেকে একটি ট্যাব, একাধিক মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেক জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে ফয়সাল ও তার সহযোগী আলমগীর মোটরসাইকেলে বাসা ছাড়েন। পরে বিকেলে ফয়সাল, আলমগীর, তার মা ও ভাগিনাকে ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে কিছু বের করতে দেখা যায়। এরপর একটি সিএনজি অটোরিকশায় তারা এলাকা ত্যাগ করেন।
এদিকে নরসিংদীতে পৃথক অভিযানে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করে র্যাব-১১। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যা বিলের পানির ভেতর লুকানো ছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলো হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত হয়েছে কি না, তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
র্যাব আরও জানায়, ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোছা. হাসি বেগম (৬০) এই ঘটনায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর ফয়সালের পালানোর ব্যবস্থা ও অর্থ সহায়তা দেন তার বাবা।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার রাতে ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে বোনের বাসায় যান এবং পরে সেটি ভবনের সরু জায়গায় ফেলে দেন। ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেওয়া হয়, অন্যটি মায়ের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে রয়েছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় পল্টন থানায় করা মামলাটি বর্তমানে ডিবির তদন্তাধীন। এরইমধ্যে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, সহযোগীসহ একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।








