Logo

ফয়সালের স্বাক্ষরযুক্ত চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৩
36Shares
ফয়সালের স্বাক্ষরযুক্ত চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তিনজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই, কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসসহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। এসব আলামত হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।

বিজ্ঞাপন

এদিকে পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে।

রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত হওয়া দুজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার সময় মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

পুলিশ ইতোমধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে এবং এর মালিককে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণাও দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD