Logo

হাদিকে গুলি: গ্রেপ্তার আরও ২ জনের পরিচয় প্রকাশ করল ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪০
71Shares
হাদিকে গুলি: গ্রেপ্তার আরও ২ জনের পরিচয় প্রকাশ করল ডিএমপি
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ নতুন করে আরও দুইজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে। আটককৃতদের নাম সিবিয়ন দিও এবং সঞ্জয় চিসিম। এছাড়া, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে র‍্যাবের হাতে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মূল অভিযুক্তদের শনাক্তকরণের বিষয়ে এস এন মো. নজরুল ইসলাম বলেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ। তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে সন্দেহভাজনদের ধরার ক্ষেত্রে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ও অভিযানের পাশাপাশি সন্দেহভাজনদের চলাচল, অবস্থান ও যোগাযোগ তৎপরভাবে নজরদারিতে রাখা হচ্ছে।

পুলিশ জানিয়েছেন, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD