Logo

হাদিকে হত্যাচেষ্টা: নতুন করে আরও দুইজন আটক, হয়েছে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩
9Shares
হাদিকে হত্যাচেষ্টা: নতুন করে আরও দুইজন আটক, হয়েছে মামলা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে আরও দুজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ এই দুজনকে আটক করার মধ্য দিয়ে এ ঘটনায় মোট আটজনকে হেফাজতে নেওয়া হলো বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। তাদের সবাইকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার দুই দিন পর রবিবার মধ্যরাতে মামলাটি রুজু করা হয়। এতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়াকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার পরপরই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ আরও দুজন আটক হওয়ায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে। তবে হামলার মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই আততায়ী তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD