অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দন্তরোগের চিকিৎসাসেবা ও শিক্ষার প্রসার এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বহির্বিভাগ ভবন-১ এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অংশের নতুন ভবনে (৭ থেকে ১১ তলা পর্যন্ত) বিভিন্ন বিভাগের সমন্বয়ে গড়া ডেন্টাল অনুষদ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টায় এ উপলক্ষে বহির্বিভাগ ভবন-১ এর ১১ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেন্টাল অনুষদের সম্মানিত ডীন ও কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ ওয়ারেছ উদ্দীন, অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, পেডিয়াট্রিক ডেনটিসট্রি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. জেবুন নেছা, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান দন্তরোগ বিশেষজ্ঞ ডা. নাজিয়া মেহেনাজ প্রমুখসহ উপরোক্ত বিভাগসমূহ এবং প্রস্থোডনটিকস বিভাগসহ ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, টেকনোলজিস্টসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছাড়াও দেশের সম্মানিত প্রবীণ দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: অফিসে উপস্থিত থাকার নজরদারিতে কর্মীদের হতে হবে: উপাচার্য
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে বেসিক কোর্সসমূহ চালু ছিল না। এ ব্লকের স্বল্প পরিসরে ডেন্টাল অনুষদের সেবা ও শিক্ষা কার্যক্রম চলছিল। বর্তমান প্রশাসনের আমলে এই সমস্যার সমাধান করা হয়েছে। ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক সংকটও দূর করা হবে।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে বিএসএমএমইউর উপাচার্যের অভিনন্দন
দন্তরোগের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। এসময় উপাচার্য আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বর্তমানে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না। এই বিশ্ববিদ্যালয়ের কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তা প্রকারান্তে সরকারি বিরোধী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদেরই অংশ বলে গণ্য হবে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদের যেকোনো মূল্যে রুখতে হবে।
আরএক্স/