গাজীপুর সিটি নির্বাচন
১২৩ কেন্দ্রে ১১ হাজার ভোটে এগিয়ে আছে জায়েদা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১২৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৮টা ২১ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
১২৩ কেন্দ্রতে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৫২,৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৬৩,৮৭৯ ভোট।
আরও পড়ুন: জায়েদা খাতুন ৫৫১২৯, আজমত উল্লা ৪৬২৩৮
আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা।
ভ্যাপসা গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ভোটারদের মধ্যে।
জেবি/ আরএইচ/