অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া সরকারের চরম ব্যর্থতা: ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজনের জন্য অস্ত্র উদ্ধার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও সরকার সে ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান নয়। এতে প্রমাণ হয়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। একই সঙ্গে তিনি তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য পানির হিস্যা আদায়ের বিষয়েও সরকারের কার্যকর উদ্যোগের অভাবের কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
এ সময় জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা। ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি একসময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে থাকলেও ক্রিকেটের গুরুত্ব ও আন্তর্জাতিক সংযোগ সম্পর্কে তিনি সচেতন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি দেশের ভাবমূর্তির প্রতীক। কোনো ক্রিকেটারকে হেয় করা হলে তা দেশের মর্যাদার ওপরই আঘাত হিসেবে দেখা হয়। এ ধরনের ঘটনায় সরকার ও সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।








