Logo

হঠাৎ বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাসসহ বিএনপি নেতাকর্মীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৮:২৮
হঠাৎ বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাসসহ বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় হঠাৎ নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। রাজধানীর মতিঝিলে অবস্থিত গভর্নর ভবনে তিনি শতাধিক নেতাকর্মীর সঙ্গে উপস্থিত হন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, নিরাপত্তাকর্মীদের বাধা সত্ত্বেও নেতাকর্মীরা ভবনের নিচতলায় প্রবেশ করেন। পরে চারজনের একটি ছোট দল নিয়ে মির্জা আব্বাস ভবনের ভিতরে প্রবেশ করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের মূল ফটকের সামনে (সোনালী গেট) অবস্থান করতে দেখা গেছে আরও অনেক নেতাকর্মীকে।

ভেতরে ঢোকার পর মির্জা আব্বাস প্রথমে গভর্নর ভবনের তৃতীয় তলায় কিছু সময় অবস্থান করেন। প্রায় আধা ঘণ্টা পর তিনি বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনে যান। এই সময়ও তার সঙ্গে অনেক নেতাকর্মী ছিলেন। এছাড়া ব্যাংকের কর্মীদেরও কিছু অংশ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস কেন এই সময় বাংলাদেশ ব্যাংকে এসেছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার সঙ্গে থাকা একজন জানান, এটি ছিল নিয়মিত ব্যাংকসংক্রান্ত কাজ।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এটি কেপিআইভুক্ত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এভাবে দলবল নিয়ে প্রবেশ করার ঘটনা আগে দেখা যায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তিনি কেন এসেছেন তা এখনো জানা যায়নি। যে কেউ প্রয়োজনে ব্যাংকে আসতে পারেন, কিন্তু এভাবে অনেক লোক নিয়ে আসাটা ঠিক হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি ইতিমধ্যে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একসময় ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও সামলেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD