Logo

কাল বা পরশুর মধ্যে চূড়ান্ত হবে জোটের আসন সমঝোতা : জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৫:১০
কাল বা পরশুর মধ্যে চূড়ান্ত হবে জোটের আসন সমঝোতা : জামায়াত
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন চূড়ান্ত হওয়ার বিষয়টি আগামীকাল বা পরশুর মধ্যে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

জোটের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, আপনাদের আগামীকাল বা পরশু আমাদের দাওয়াত পাবেন। সবার সামনে আমরা একসঙ্গে আসব। এটি দেশের স্বার্থে একটি স্বচ্ছ ও সমন্বিত প্রক্রিয়া।

এ প্রসঙ্গে তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার নির্বাচনের জন্য ২০০ জন প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করেছে। প্রতিনিধি দলটি জেলার পাশাপাশি সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

বিজ্ঞাপন

প্রশাসনের ভূমিকা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আস্থা বিষয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করি প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করবে। অন্যথায় তাদের পরিবর্তন করতেও বাধ্য করা হবে। আমাদের লক্ষ্য দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা।

জানা গেছে, জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক জোটগুলোর আসন বণ্টন চূড়ান্ত করা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD