Logo

বাউফলে অচেতন করে অর্থসহ স্বর্ণালংকার লুট

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ২৩:৪৩
8Shares
বাউফলে অচেতন করে অর্থসহ স্বর্ণালংকার লুট
ছবি: সংগৃহীত

খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়েছে

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে একই বাড়ির দুই ঘরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ৪ মহিলা ও ১ জন পুরুষসহ ৫ জনকে অচেতন করে নগদ টাকা ও ৭-৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামের ফরাজি বাড়ি এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ওই বাড়ির গৃহিণী  দিলরুবা আক্তার জানান, রাত সাড়ে ৯ টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। পরের দিন (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতে দেখতে পান। অন্য ৪ জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে শুক্রবার (২৬মে) সকালে বজলুর রহমান ফরাজী (৭৫), হাবিবা আক্তার (১৪) ও মিনারা বেগমকে (৫০) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দিলরুবা আক্তার (৪০) ও মেহেরুনেছা (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মিরাজুল ইসলাম বলেন, খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD