সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্প বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন।
শুক্রবার (২৬ মে) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন, আখাউড়া-আগরতলা রেলপথ এবং আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আসলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আরও পড়ুন : ফের করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার
সচিব হুমায়ুন কবীর জানান, ''এ প্রকল্পটি বাস্তবায়নে মাঝে কিছু সময় বিলম্বিত হলেও এখন খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতির ৯০ শতাংশ। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করবেন।''
আরও পড়ুন : ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
তিনি আরও বলেন, ''চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করা হবে।''
জেবি/এসবি