‘সার্চ কমিটিতে নিরপেক্ষ কেউ নেই’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই। সরকার এবং আমরা একত্রিত হয়ে গেছি। ফলে সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান কমিটি বলুন কেউ নিরপেক্ষ খুঁজে বের করতে পারবে না।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সেমিনারে সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল দুঃখজনক হলেও সত্য দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তা আজ বহুলাংশে উপেক্ষিত।
তিনি আরও বলেন, আজ দেশের মালিকগণ তাদের মালিকানা হারিয়েছেন। দেশের জনগণ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তারা তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
ড. কামাল বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে দেশ ও জাতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ না হলে এই অব্যবস্থাপনার নির্বাচন ঠেকানো যাবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

ইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

এবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল
