দুমকিতে জাতির পিতার ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩
পটুয়াখালীর দুমকিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল ১০টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিকাল সারে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আঃ লতিফ হাওলাদার,ওসি(তদন্ত) মাহবুবুর রহমান প্রমুখ।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আরএক্স/