পাবনায় মসলার বাজারে ভোক্তা অধিকারের অভিযান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩
পাবনায় মসলার বাজারে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি, মূল্য তালিকা না রাখা ও ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা।
সোমবার (২৯ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে বড় বাজারে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
অভিযানে মসলার দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা না থাকা ভাউচার না থাকায় চারটি ও নিষিদ্ধ জর্দ্দা বিক্রি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ঈদুল আযাহাকে সামনে রেখে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মূল্য তালিকা রাখাসহ ভেজাল খাদ্য রাখা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।
জেবি/ আরএইচ/