চাঁপাইনবাবগঞ্জে টিটিসির প্রশিক্ষণ গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রশিক্ষকের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক গোলাম রসুল (৪৫) নামে নিহত হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া (টিটিসি) ক্যাম্পাসে প্রশিক্ষণ দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
নিহত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর গ্রামের মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রে সেপ প্রকল্পের আওতায় পরিচালিত হেভী ইকুইপমেন্ট অপারেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ূন: নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করলেন ড. মাযহারুল ইসলাম তরু
সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নতুন প্রশিক্ষণার্থীকে গোলাম রসুল গাড়ির প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রশিক্ষণার্থী আকস্মিকভাবে প্রশিক্ষক গোলাম রসুলকে সজোরে ধাক্কা দেয়া হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হন প্রশিক্ষক গোলাম রসুল। টিটিসি'র প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ূন: সিআইপি পদক পাওয়ায় মাহবুব আলমকে চাঁপাইনবাবগঞ্জে নাগরিক সংবর্ধনা
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে এসব কথা বলেন।
জেবি/এসবি