শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন: মির্জা আজম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩


শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন: মির্জা আজম
মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের সম্মানও বৃদ্ধি করেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। 


মঙ্গলবার (৩০ মে) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই। দেশ মাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমার প্রত্যাশা। 


আসুন আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দেশ বিনির্মাণে এগিয়ে যাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করার শপথ নেই। আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই। আগে থেকেই মেলান্দহ উপজেলা ও নাংলা ইউনিয়ন বাসী নৌকা কে ভালোবাসে।


স্থানীয় নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মাফল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জিএসএম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, ও ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা প্রমুখ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।


আরএক্স/