চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
ছবি: দৈনিক জনবাণী

"তামাক নয়, খাদ্য ফলান" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। 


বুধবার (৩১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হতে বর্ণাঢ্য র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এরপর প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরা, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল আতিয়ার রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেল'র সহকারী পরিচালক (ইঞ্জিন) শাহজামান হক'র, জেলা তথ্য অফিসার অহেদুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন রাকিবুল ইসলাম প্রমুখ। 


আরও পড়ুন: মসিকের নৌকাকৃতি সড়কবাতির উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু


বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্কুল পড়ুয়া ও কলেজের ছাত্রদের কাছে সিগারেট বিক্রির অভিযোগ পাওয়া গেলে, দোকানীর বিরুদ্ধে জেল জরিমানা'র নির্দেশনা দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তরুণ প্রজন্ম জনসাধারণের স্বাস্থ্য রক্ষায় তামাকের বিরুদ্ধে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে এসব কথা জানান।


আরও পড়ুন: শ্রীপুরে দেশীয় ও চায়না ৩ জাতের লাল গোলাপি লিচু বাগানে দুলছে


এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি আখতারুজ্জামান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


জেবি/এসবি