অল্পের জন্য রক্ষা পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


অল্পের জন্য রক্ষা পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিম
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

অল্পের জন্য রক্ষা পেয়েছে আল্লু আর্জুন রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমার টিম। বাস দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত একাধিক কলাকুশলী।


বুধবার (৩১ মে)  তেলেঙ্গানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


সংবাদমাধ্যমটি জানায়, বাসে করে যাচ্ছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার টিম। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে সিনেমাটির টিমকে বহনকারী বাসের। এ দুর্ঘটনায় টিমের বেশ কজন গুরুতর আহত হয়েছেন। তা ছাড়াও কয়েকজন অল্প আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সিনেমাটির পরিচালক।


আরও পড়ুন : ভিডিও ফাঁস: অবশেষে মুখ খুললেন তিশা


এর আগে সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। এদিকে, চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন- ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।


আরও পড়ুন: নতুন সিনেমায় নতুন নায়িকা পারিশা


আল্লু অর্জুন-রাশমিকা জুটি দেখা যাবে‘পুষ্পা টু’তে। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।


প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ বাজেট থাকছে এটাই । ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।


জেবি/এসবি