মোবাইলের দাম বাড়ছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


মোবাইলের দাম বাড়ছে
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের)  ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন। 


অর্থমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করছি। এতে মোবাইল ফোনের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


আরও পড়ুন: যেসব পণ্যের দাম কমবে


বর্তমানে এ মোবাইল হ্যান্ডসেটের  ওপর কোনো ধরণের কর নেই,  তবে আগামী অর্থবছরে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর ২ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কমপক্ষে ২টি স্থানীয় কাঁচামালের তৈরি হ্যান্ডসেটের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।


আরও পড়ুন: বাড়বে যেসব পণ্যের দাম


এছাড়া আমদানি করা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে তৈরি হ্যান্ডসেটের ওপর ভ্যাট ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হবে।


শাওমি, রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো,  টেকনোসহ ১৫টি কোম্পানি ২০১৭-১৮ সাল থেকে বাংলাদেশে মোবাইল উত্পাদন করে আসছে।


জেবি/এসবি