‘নীলফামারী এক্সপ্রেস’ নাম পুর্নবহালের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১লা জুন ২০২৩
ঢাকায় নীলফামারী এক্সপ্রেস নাম পুর্নবহালের দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে ঢাকাস্থ নীলফামারীবাসী নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) ঢাকা-চিলাহাটি প্রস্তাবিত আন্তঃনগর নতুন ট্রেনটির নীলফামারী এক্সপ্রেস নাম পুর্নবহাল ও জেলাবাসীর জন্য ৮০% সিট বরাদ্দের দাবিতে এ মানববন্ধন করেছে ঢাকাস্থ নীলফামারীবাসী সংগঠন।
গণমাধ্যমকর্মী কাওছার আল হাবীবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওযান ইসলাম, ঢাকা কলেজের শিক্ষার্থী মীর তাহির তাহমিদ অন্ত ও আদনান রহমান, টঙ্গী কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শাহিন রিপন, শিক্ষার্থী ফারহান সাদিক অরণ্য চাকরিজীবী মোরসালিন ইসলাম বাবু, মনিরুজ্জামান রনি, মনোজ অধিকারী, গণমাধ্যমকর্মী ডাবলু রায়সহ বিভিন্ন পেশার মানুষ।
আরও পড়ুন: নীলফামারীতে দলকে খেলতে না দেওয়ায় মানববন্ধন
মানববন্ধনে কাওছার আল হাবীব বলেন, গত (২৯ মে) নীলফামারী এক্সপ্রেস নাম দিয়ে প্রজ্ঞাপন জারি করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল। কিন্তু হাঠাৎ ৩০ মে রাতের আধারে কার ইশারায় ‘নীলফামারী এক্সপ্রেস’ ট্রেনটি নামকরণ পরিবর্তন করে ‘চিলাহাটি এক্সপ্রেস’ রাখা হলো। ‘নীলফামারী এক্সপ্রেস’ থেকে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামকরণ করায় নীলফামারীবাসীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই রক্তক্ষরণ বন্ধ করতে হলে আমাদের হৃদয়ে লালন করা জন্মভূমি নীলফামারীর নামে ‘নীলফামারী এক্সপ্রেস’ নাম পুর্নবহাল করতে হবে।
চাকরিজীবী মোরসালিন ইসলাম বাবু বলেন, চিলাহাটি একটি ইউনিয়নের ক্ষুদ্র অংশ, সেই নামে ট্রেন দিয়ে নীলফামারীকে অপমান করা হয়েছে। আমি ‘নীলফামারী এক্সপ্রেস’ পুর্নবহালের দাবি জানাই।
মনিরুজ্জামান রনি বলেন, নীলফামারী আমাদের হৃদয়ের স্পন্ধন। এটি একটি জেলা। জেলার নামকে বাদ দিয়ে অন্য নামের ট্রেন আমাদের উপর দিয়ে গেলে আমাদের আত্মা কষ্ট পাবে। তাই ‘নীলফামারী এক্সপ্রেস’ নামকরণ চাই।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী বাফলা বীল রক্ষার দাবিতে মানববন্ধন নীলফামারীতে
শিক্ষার্থী মোহাম্মদ শাহিন রিপন বলেন, নীলফামারী শুধু আমাদের জেলায় নয়, নীলফামারী আমাদের আবেগ এবং অনুভূতি। তাই জেলার নামে ‘নীলফামারী এক্সপ্রেস’ চাই।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমাদের দাবি একটাই ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে ট্রেন চাই।
এ সময় আরও যারা বক্তব্য রাখেন- তারাও ‘নীলফামারী এক্সপ্রেস’ নামকরণ ও ৮০% সিট বরাদ্দের দাবি জানান।
মানববন্ধন শেষে তারা বাংলাদেশ রেলওয়ের রেলমন্ত্রী, মহাপরিচালক ও সচিব বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
জেবি/ আরএইচ/