নীলফামারীতে দলকে খেলতে না দেওয়ায় মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
নীলফামারীতে ভারত-বাংলাদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি ও পুনরায় খেলা শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল সোমবার (২১ নভেম্বর) নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে নীলফামারী সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা জানান, গত ৪ নভেম্বর পঞ্চগড় জেলা স্টেডিয়ামে উদ্বেধনী অনুষ্ঠান ও গত ১৮ নভেম্বর ফাইনাল খেলাটি নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলাগুলো আর মাঠে গড়ায়নি। আমাদের দেশে একটি মহল ভারতকে বন্ধু না ভেবে শত্রু ভাবে। চায়না আমাদের বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকুক।
ফুটবল প্রেমী সুজন মিয়া জানান, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে।
শফিক নামের আরো একজন ফুটবল প্রেমী জানান, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম, দিনাজপুর স্টেডিয়াম, রংপুর স্টেডিয়াম, কুড়িগ্রাম স্টেডিয়াম, পঞ্চগড় স্টেডিয়াম কারো পৈতৃক সম্পত্তি নয়, এই স্টেডিয়াম গুলো আমাদের দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে সবাই খেলতে পাবে।
জেবি/ আরএইচ/