শ্যামলীতে বহুতল ভবনে আগুনে ১ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৩


শ্যামলীতে বহুতল ভবনে আগুনে ১ জনের মৃত্যু
ছবি: জনবাণী

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।


আরও পড়ুন: রাজধানীর আদাবরের আগুন নিয়ন্ত্রণে


এদিকে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত ২ টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।


আরও পড়ুন: বাংলামোটরে টাইলসের দোকানের আগুন নিয়ন্ত্রণে


এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলায় আগুন লাগে। পরবর্তীতে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


জেবি/ আরএইচ/