সানাই রান্নাঘর থেকে বটি আনছে আমাকে মারার জন্য: আবু সালেহ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২রা জুন ২০২৩


সানাই রান্নাঘর থেকে বটি আনছে আমাকে মারার জন্য: আবু সালেহ
আবু সালেহ-সানাই

বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় আছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।এবার মুখ খুললেন সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা।


সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা বলেন, ‘আমাকে প্রায় মারে এভাবে। আমি এ নিয়ে কিছু বলি না, কারণ চাই সর্ম্পকটা টিকে থাকুক। সে আমাকে আজকে বলে এই তুই আমাকে চড় মারিস, তুই আমাকে চিনস। তখন আমি হাসতে হাসতে বলেছি, দুই তিন শ চড় মারছো আমি একটা মারলাম না হয়। তারপর সে চেয়ার দিয়ে আমার শরীরে মারছে, রান্নাঘরে গিয়ে বটি আনছে মারার জন্য আমি তাই দেখে পালানোর চেষ্টা করি। এমন সময় আমার হাতে বটি দিয়ে আঘাত করে। ভাগ্য ভালো আমি বটি ধরতে পারছি। না ধরলে আজকে আমি মার্ডার হয়ে যাইতাম।’


প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিল সানাইয়ের পরিবার। পরে ঠিকই জানাজানি হয়ে যায়। যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি।


আরএক্স/