গাজীপুরে নুরে আলম সিদ্দিকীর উঠান বৈঠক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ২রা জুন ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ১ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকীর উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জুন) রাত ৮ টায় কালিয়াকৈরের গোসাত্রা এলাকার ফারদিন কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
আটাবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সঞ্চালনায় ছীগলতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিপুল রায়হান, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাবিল হোসেন, সহ সম্পাদক টুটুল, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন পলান, মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক
এ সময় কাশিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম প্রতীক, কাশিমপুর থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. সাকিন বিন আমজাদ, কাশিমপুর স্বেচ্ছাসেবক লীগের জাহিদুল ইসলাম জনি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, আ. আলীমসহ স্থানীয় ছাত্রলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে জানান, নৌকা যার আমরা তার। শেখ হাসিনা যাকেই নৌকা দেক না আমরা তার বিজয় নিশ্চিত এর লক্ষ্যে কাজ করব। তাদের বক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন।
জেবি/ আরএইচ/