ভ্যাট না দিতে চাইলে জিনিসপত্র কিনবেন না: পরিকল্পনামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


ভ্যাট না দিতে চাইলে জিনিসপত্র কিনবেন না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ভ্যাট রাজস্ব আহরণের একটি ভালো পদ্ধতি। ভ্যাট না দিতে চাইলে জিনিসপত্র কিনবেন না।’


শনিবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: আমরা উন্নয়নের পথে আছি: পরিকল্পনামন্ত্রী


এ সময় ন্যুনতম দুই হাজার টাকা করের পদ্ধতি মানুষকে করের সঙ্গে সম্পৃক্ত করবে বলেও জানান মন্ত্রী।


অনুষ্ঠানে কৃষিতে ভর্তুকি চালিয়ে যাওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী তিনি বলেন, নির্ধারিত কয়েকটি খাতেই ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে সরবরাহ স্বাভাবিক করা ও বাজারকে স্থিতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র তো আমাদের শাস্তি দিতে পারবে না: পরিকল্পনামন্ত্রী


রাজস্ব আহরণের বিষয়ে  তিনি বলেন, ‘৭ জেলায় পরীক্ষামূলকভাবে ট্যাক্স কালেক্টর দিয়ে রাজস্ব আহরণ করা হবে। সফলতা এলে প্রক্রিয়াটি স্থায়ী করা হবে।’


জেবি/এসবি