কাজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মধু, সম্পাদক তাছির উদ্দীন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ পিএম, ৪ঠা জুন ২০২৩

কাজিপুর পৌর আওয়ামী লীগ ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদার, সাধারণ সম্পাদক তাছির উদ্দীন তাছু এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা পারভীন সাধারণ সম্পাদক মিনা খাতুনের নাম ঘোষণা করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
শনিবার (৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন।
পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম।
আরও পড়ুন: কাজিপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন প্রমুখ।
জেবি/ আরএইচ/