Logo

রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৩, ২৩:৩৭
রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড
ছবি: সংগৃহীত

সুযোগ পেলে এটাই হবে রিয়ালের জার্সিতে হ্যাজার্ডের শেষ ম্যাচ।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর রেখে যাওয়া সাত নম্বর জার্সিটি চাপিয়ে দেওয়া হয়েছিল এডেন হ্যাজার্ডের গায়ে। হ্যাজার্ডের রিয়াল অধ্যায় কেবলই ছেয়ে গেল ইনজুরি আর ফর্মহীনতায়। চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক মৌসুম বাকি ছিল। কিন্তু দুই পক্ষের সমঝোতায় তার আগেই রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড।

রবিবার (৪ মে) দিবাগত রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে রিয়াল। আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে হ্যাজার্ড সুযোগ পাবেন কি না তা নির্ভর করছে কোচ কার্লো আনচেলত্তির ওপর। সুযোগ পেলে এটাই হবে রিয়ালের জার্সিতে হ্যাজার্ডের শেষ ম্যাচ।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১০ কোটিরও বেশি ইউরো দিয়ে ২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে হ্যাজার্ডকে দলে ভেড়ায় রিয়াল। লস ব্লাঙ্কোসদের প্লে মেকিংয়ে রাজ করবেন তিনি, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু ইনজুরির কারণে সেই পুরনো হ্যাজার্ডের দেখাই মেলেনি। চার মৌসুমে রিয়ালের জার্সিতে খেলেছেন কেবল ৭৬ ম্যাচ। যেখানে ৭ গোল ও ১২ অ্যাসিস্ট রয়েছে তার।

বিজ্ঞাপন

শিরোপা জিতেছেন আটটি- চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা (২), কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ (২)। কিন্তু সেই শিরোপা হ্যাজার্ডের অবদান কেবল নামমাত্র।

বিজ্ঞাপন

হ্যাজার্ড ছাড়াও এদিন রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কো আসেনসিও ও মারিয়ানো দিয়াজ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD